শিক্ষা জাতীয়করণ ও শিক্ষার বৈষম্য নিরসনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলামের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক বাসুদেব সিংহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আজিজুর রহমান, শিবপদ গাইন প্রমূখ।
বক্তারা বলেন, শিক্ষা খাতে উন্নয়ন করতে হলে শিক্ষা জাতীয়করণ ও শিক্ষার বৈষম্য নিরসন করতে হবে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।