তালাকপ্রাপ্ত এক নারীকে নিয়ে সাতক্ষীরা সদরের পরানদহ গ্রামে ট্রলি চালক আলমের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের মামলায় বেষ্ট টিমের এডমিন মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী অ্যাড. শাহানাজ পারভিন মিলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোলের ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মোস্তাফিজুর রহমানের বাড়ি দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামে। তার স্ত্রী অ্যাড. শাহানাজ পারভিন মিলি জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক হাফিজুর রহমান জানান, গত শুক্রবার কুলিয়া গ্রামের তালাকপ্রাপ্ত মাছুরাকে নিয়ে তার স্বামী সদর উপজেলার পরানদহের ট্রলি চালক আলমগীর হোসেনের বাড়ির দরজা ভেঙ্গে শোকেজ ও আলমারি ভেঙ্গে নগদ টাকা, সোনার গহনা ও গুরত্বপূর্ণ কাগজপত্র লুটপাটের ঘটনায় রবিবার রাতে মামলা হয় সদর থানায়। মামলায় মিলি ও মোস্তাফিজসহ পাঁচজনকে আসামী করেন মামলার বাদি আলমগীর হোসেন। সে অনুযায়ি সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের পলাশপোলের ভাড়া বাসা থেকে মিলি ও মোস্তাফিজকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার পরানদহের ট্রলী চালক আলমগীরের বাড়িতে ভাঙচুর, লুটপাট এর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টামূলক শাস্তির দাবিতে শিবপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে সোমবার সকালে পরানদহ মনির মোড়ে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মোস্তাফিজুরের ইয়াবা সেবনের ভিডিও ফুটেজ বিভিন্ন গণযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে পুলিশ নড়ে চড়ে বসে।