প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল’র পক্ষ থেকে সাতক্ষীরার আশাশুনির বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।
রবিবার দুপুর থেকে আশাশুনি উপজেলার পুইজালা গ্রামে পানিবন্দি মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এসময় পানিবন্দি ২শ পরিবার ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে এ সহায়তা সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ।
উপহার সামগ্রী পেয়ে মানুষের মুখে আনন্দের প্রতিছবি লক্ষ্য করা যায়। তারা স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহি আলমের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি এড. তামিম আহমেদ সোহাগ, সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম আলী, আ.লীগ নেতা আলমগীর হোসেন, ৭ ওয়ার্ড সাধারণ সম্পাদক নুরুজ্জামান ময়না, সুমন, মামুন, সহ সভাপতি মুনা হোসেন মজনুু প্রমুখ।