মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

কলারোয়ার সাংবাদিক জুলফিকার আলীকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

✍️ রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ার সাংবাদিক জুলফিকার আলীকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আশাশুনি -সাতক্ষীরা সড়কে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

কলারোয়া উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সময় টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, মোহনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিল, পাটকেলঘাটার সাংবাদিক শাহিনুর রহমান, মিজানুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩ মে একজন চাঁদাবাজী মামলার আসামী কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় কলারোয়ার সাংবাদিক জুলফিকারকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। তার ছোট ছোট সন্তানরা পিতাকে ছাড়া ঈদ উদযাপন করেছে।

এটি মেনে নেওয়া যায় না।সম্প্রতি সাতক্ষীরার কয়েকজন সাংবাদিককে জনপ্রতিনিধিরা মামলা দেওয়াসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করেছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাংবাদিক জুলফিকার আলীর নি:শর্ত মুক্তির দাবি এবং সাংবাদিকদের হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। বক্তারা এ সময় অবিলম্বে সাংবাদিক জুলফিকার আলীর নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইন।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য রওশন আলী বাদী হয়ে ১ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে সাংবাদিক জুলফিকার আলীর নামে থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন কলারোয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!