বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাচনে আলোচনায় তালার আমিনুল ইসলাম দেবহাটায় নাগরিক প্লাটফর্মের সাথে যুব ফোরামের তথ্য বিনিময় ডাক্তার ফয়সাল ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাংবাদিকদের মোবাইল, ক্যামেরা ছিনিয়ে বেধড়ক মারপিট নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে বাংলালিংক ও হুয়াওয়ের চুক্তি   উপকূল গবেষণায় লিডার্স কর্তৃক বৃত্তিপ্রদান তালার প্রতিবন্ধী এক নারীর যাতায়াতের রাস্তা আটকানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন তালায় সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবলুর রশিদের মতবিনিময় সাতক্ষীরার রমজান আলী হত্যা প্রচেষ্টা মামলায় দুই আসামীর গ্রেপ্তারী পরোয়ানা জারি তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা সমমনা সংগঠনের সাথে মিটিং

সাতক্ষীরা বাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: পুনরায় খোকা সভাপতি ও জাহিদুর সম্পাদক নির্বাচিত

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৩১ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ ও উদ্দীনা এবং ভোটারদের শতভাগ অংশগ্রহণের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং খুলনা- ৫৫০) ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (০৭ মে) সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. শেখ সাইদুর রহমান। ত্রি-বার্ষিক নির্বাচনে ১৩ টি পদের বিপরীতে ৬৮ জন প্রার্থী অংশ নিয়ে ২১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
মোট ২ হাজার ১শ ৩৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ৭৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে মো. আরশাদ আলী গাজী খোকা ৬৫০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মীর মনিরুজ্জামান পেয়েছেন ২৮২ ভোট। সহ সভাপতি পদে মো. শহিদুল ইসলাম ৩৫১ ভোট এবং মো. মুকুল হোসেন ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. জাহিদুর রহমান ৯৬৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি শেখ মামুনার রশিদ পেয়েছেন ১৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে আসাদুর রহমান খান ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি মো. আশরাফুজ্জামান পেয়েছেন ১৫১ ভোট। সহ যুগ্ম সম্পাদক পদে মো. ইব্রাহিম সরদার ৩৪৫ ভোট পেয়ে নির্বার্চিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী কামাল পেয়েছেন ২৭৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. মিলন হোসেন ৪৯০ ভোট পেয়ে নির্বার্চিত হয়েছেন, তার প্রতিদ্বন্দি প্রার্থী নাজমুল বাহার পেয়েছেন ১৯৩ ভোট। সহ সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন খন্দকার বদিউজ্জামান, প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মিন্টু, সহ প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবুল হোসেন। সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শমিমুর রহমান সাদ্দাম, অফিস সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আক্তারুজ্জামান। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান। কার্যানির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নুর আলম গাজী, মো. বিল্লাল হোসেন, শেখ হারুন, শেখ ফারুক হোসেন, মো. আক্তার হোসেন, মো. মোতাহার হোসেন, মো. হামিদুল ইসলাম ও মো. আজিজুল ইসলাম। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন এড. মো. রবিউল ইসলাম ও সহকারী প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন এড. জাকির হোসেন। নির্বাচিতরা এবং সমর্থকরা ফলাফল পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আনন্দের বন্যা বইছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!