সাতক্ষীরার জেলার অগ্রগতি সংস্থার উদ্যোগে মতবিনিময় সভা ও আর টি আই এর ২ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা অগ্রগতি সংস্থার হলরুমে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এডভোকেট শাহনেওয়াজ পারভিন মিলি, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, সাতক্ষীরা সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার বাচ্চু, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, টি আই এর প্রজেক্ট কো- অর্ডিনেটর আল মামুন, স্টোয়ান দ্যা কারেন্ট এর তথ্য বন্ধু মাসুদা পারভিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মতবিনিময় শেষে আর টি আই এর ২বছর মেয়াদি সাতক্ষীরা জেলা সেল কমিটির গঠন করা হয়।
সংগঠনের পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হন জেলা পরিষদর সদস্য এডভোকেট শাহনেওয়াজ পারভিন মিলি, সহ-সভাপতি সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সকলের মতামতের ভিত্তিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ মোট ১৭সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এ সময় আর টি আই এর জেলা সেল কমিটির নবনির্বাচিত সভাপতি ও জেলা পরিষদের সদস্য এডভোকেট শাহনেওয়াজ পারভিন মিলি বলেন, অগ্রগতি সংস্থা উদ্যোগ ২০০৯ এর তথ্য আইন বাস্তবায়নের উপর গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। মানুষের অধিকার আদায় সমস্যা সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। নব নির্বাচিত কমিটির মাধ্যমে তথ্য আইন বাস্তবায়নে সকলের সহযোগিতা নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেন তিনি।