রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সেনা সদস্য ইয়াছিন আরাফাত বাপ্পির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের গণসংযোগ গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান জীবনের স্বার্থকতা একটাই, সেটি হলো কতটুকু দায়িত্ব পালন করে বিদায় নেয়া গেল-সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা সাতক্ষীরায় অনুষ্ঠিত সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ ওমরাহ পালনের জন্য দোয়া চেয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য আমিনুর রশীদের আমেরিকা গমন উপলক্ষে ফুলের শুভেচ্ছা প্রদান তালা প্রেসক্লাবের মাসিক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রবাসীর স্ত্রী-সন্তানকে নিয়ে কলারোয়ায় কলেজ ছাত্রের লাপাত্তা!

আরিফ মাহমুদ, সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৪০৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় এক প্রবাসীর স্ত্রী ও তার পুত্র সন্তানকে নিয়ে কলেজ ছাত্রের লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে।

ওই যুবকের নাম সাজ্জাদ হোসেন শাওন (১৮)। সে বোয়ালিয়া গ্রামের আশরাফ আলীর পুত্র ও সাতক্ষীরা সিটি কলেজের ছাত্র। আর মহিলার নাম ময়না খাতুন (৩৫)। তিনি একই এলাকার মালয়েশিয়া প্রবাসী কুতুবউদ্দিনের স্ত্রী। তার সাথে থাকা পুত্র সন্তানের নাম প্রান্ত (০৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আকবর আলীর পুত্র মালয়েশিয়া প্রবাসী কুতুবউদ্দিন বিদেশে থাকার সুবাদে তার স্ত্রী ও চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের ইদ্রিস আলীর কন্যা ময়না খাতুনের বসত বাড়িতে অবাধ আসা যাওয়ার সুবাদে একই এলাকার আশরাফ আলীর পুত্র সাজ্জাদ হোসেন শাওনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এটা নিয়ে লুকোচুরির একপর্যায়ে গত শুক্রবার (২১ আগস্ট) সকালে কাউকে কিছু না জানিয়ে পুত্র প্রান্তকে নিয়ে উধাও হয় ওই গৃহবধূ ময়না ও ছাত্র শাওন।

এ ব্যাপারে জানতে চাইলে গৃহবধূর শাশুড়ি মনোয়ারা খাতুন বলেন, প্রথমে আমরা এতো কিছু বুঝতে পারিনি। পরে বিষয়টি জানতে পেরে আমাদের বৌমাকে সতর্ক করলে সে আমাদের পরিবারের সদস্যদের প্রতি দূর্ব্যবহার করতে শুরু করে।

একপর্যায়ে আমাদের নানা ধরণের ভয়ভীতি দেখায় যাতে আমরা তার কাজে বাধা দিতে না পারি। এর একদিন পার না হতেই শাওন আমাদের বৌমা ও পোতা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। আমরা তাদের ফেরত চাই। সোমবার পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাদের সন্ধান মেলেনি।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে ছাত্র শাওনের পিতা আশরাফ আলী বলেন, এমন কিছু আমরা আগে বুঝতে পারিনি। তাহলে অবশ্যই ছেলেকে শাসন করতাম।

সোমবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল বলেন, ‘শুনলাম যে নিয়ে চলে গেছে।’

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস বলেন, ‘বিষয়টি নৈতিকতার প্রশ্ন। তবে অভিযোগ পেলে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!