বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্লু পেপার চালু রাখার দাবিতে সাতক্ষীরার নির্বাহী আদালতে আইনজীবীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শীত মৌসুমে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে দুর্গত মানুষের মাঝে কম্বল বিতরণ  সাতক্ষীরায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় আঞ্জুমান মুফিদুল ইসলাম এর শীতবস্ত্র কম্বল বিতরণ  সাতক্ষীরার লাবসা মুন্সি বাড়ি শাহী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের উদ্বোধন পৌরসভার বর্জ্য থেকে জ্বালানি তেল ও গ্যাস তৈরী করতে চান সাতক্ষীরার সন্তান পীযুষ গৃহপালিত পশুর রোগমুক্তির জন্য মানিক ফকিরের মিলাদ বা মানিকের হাজত পূজা অনুষ্ঠিত উপকূলীয় এলাকার শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ সাতক্ষীরায় ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান

দলিল বাতিল ও জমি ফেরত চেয়ে বৃদ্ধার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৮৩৬ বার পড়া হয়েছে

জমি জমা সংক্রান্ত বিষয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, দেবহাটা থানার কোমরপুর গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী বৃদ্ধা ছকিনা খাতুন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী মারা যাওয়ার সময় দুই স্ত্রী ও ছেলে-মেয়ে রখে যান। প্রথম স্ত্রীর এক ছেলে ও পাঁচ মেয়ে। দ্বিতীয় স্ত্রী অর্থাৎ আমার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। আমার দ্বিতীয় সন্তান জাকির হোসেন সমিতির টাকা তোলার নাম করে প্রথমে সখিপুর সাব রেজিস্ট্রি অফিস থেকে গত ১ জুন তারিখে ৬৭৯/২০২০ নং দলিলে ৯৯ শতক জমি লিখে নেয়। এরপর  টাকা তুলতে পারেনি বলে ১ জুলাই তারিখে সদর সাব রেজিস্ট্রি অফিসে ৩৩৫৫/২০২০ নং দলিল মুলে ৪৫.২৫ শতক জমি লিখে নেয়। বিষয়টি পত্রিকায় প্রকাশিত হয়।

তিনি আরো বলেন, আমার দ্বিতীয় পুত্র রোজিনা খাতুন পত্রিকায় প্রতিবাদ না দিয়ে গত ২০ আগস্ট সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে রোজিনা তার স্বামী জাকির হোসেনকে মানসিক রোগী পাগল হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া, জমি লিখে দেওয়ার শর্তে পাগল স্বামীকে বিয়ে করেছেন বলে যে কথা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা। এধরণের প্রতিশ্রুতি কখনোই ছিলো না।

এছাড়া, কেউ পাগল বা মানসিক রোগী হলে তার ক্ষেত্রে জমি অন্যকে রেজিস্ট্রি করে দেওয়া বা নিজের নামে রেজিস্ট্রি করে নেওয়া আইনগত অবৈধ। তিনি বলেন, দলিলে যাদের শনাক্তকারী করা হয়েছে তাদের একজনের বাড়ি শহরের মুনজিতপুরে। আরেকজনের বাড়ি কুলিয়ায়। দলিলে তাদের আইডি নম্বার উল্লেখ নেই। গ্রহীতা জাকিরের কোনো ছবি নেই। উভয় পক্ষের টিন সার্টিফিকেটও নেই।

ছকিনা খাতুন আরো বলেন, আমার দ্বিতীয় পুত্র পাগল নয় এমন যথেষ্ট প্রমান আমার কাছে রয়েছে। তিনি বলেন, জাকির ওয়ারেশকাম সার্টিফিকেটে ওয়ারেশদের নাম বাদ দিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছে। এঘটনায় আমি দেবহাটা থানায় গত ৭জুলাই‘২০ তারিখে সাধারণ ডায়েরি করেছি। যার নম্বর ১৯৬।

তিনি বলেন, প্রতারণা করে জমি লিখে নেওয়ায় আমার অন্য সন্তানরা আমাকে ভুল বুঝেছে। আমি যদি জমি ফেরত না পাই তাহলে অন্য সন্তানরা আমাকে এই বৃদ্ধ বয়সে দেখবে না। আমাকে ভিক্ষা করে খেতে হবে। তিনি উক্ত দলিল বাতিল ও জমি ফেরত পাওয়ার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে ছোট ছেলে সালাউদ্দীন ও কন্যা মারুফা খাতুন উপস্থিত ছিলেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১২ অপরাহ্ণ
  • ১৫:৫৬ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!