সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বিষ্ণুপুর ইউনিয়ন প্রতিনিধি আজিজুর রহমান খাঁন এর পিতা আব্দুর রহমান খাঁন এর মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (২১ আগষ্ট) বিকাল ৪ টায় হোগলা গ্রামে রহমান এন্টারপ্রাইজে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দিনব্যাপী ফতেপুর হাফিজিয়া মাদ্রাসার ৫০ জন হাফেজ কুরআন খতম করেন। দোয়া মোনাজাতে অংশগ্রহন করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, শিক্ষা অফিসার আব্দুস সবুর, সাতক্ষীরা জেলা যুবদলের সহ সভাপতি ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, উপজেলা যুবদলের নেতা ফারুক হোসেন, মোতাহার হোসেন সরদার, মীর শাহিনুর হোসেন, রফিকুল ইসলাম মোড়ল, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী আবুল বাসার মোড়ল, সংবাদকর্মী আলমগীর হোসেন, বীমা কর্মকর্তা নুর হোসেনসহ প্রায় তিন শতাধীক ব্যাক্তি উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন হোগলা জামে মসজিদের পেশ ঈমাম মাওঃ রবিউল ইসলাম।