প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৪:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২২, ১০:০৩ এ.এম
রুহিয়ায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নবী (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সদর উপজেলার রুহিয়ার মধুপুর ঈদগাও মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নবী ঘনিবিষ্ণুপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও হতে একটি ট্রাক (বগুড়া -ট -১১-১৯০৭) রুহিয়া মধুপুর ঈদগাও মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে দুই আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
কিন্তু অবস্থার অবনতি হওয়ায় আহতদের দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে নবী মারা যায়।
Copyright © 2025 DESHTIMES 24. All rights reserved.