সাতক্ষীরার ঘোনা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (১৭ আগষ্ট) মানব পাচার প্রতিরোধে যুব সমাজ ও কমিউনিটি ভিত্তিক সংগঠনের সাথে অংশগ্রহণমূলক সেশন আশ্বাস প্রকল্প অনুষ্ঠিত হয়েছে।
অগ্রগতি সংস্থার বাস্তবায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন এস ডি সি এর অর্থায়নে উক্ত অংশগ্রহণমূলক সেশন আশ্বাস প্রকল্পটি অনুষ্ঠিত হয়।
উক্ত সেশনে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের কল্যাণ পুন: প্রতিষ্ঠা এবং আত্মনির্ভরশীলতা অর্জন।মানব পাচার প্রতিরোধে যুব সমাজ ও কমিউনিটি ভিত্তিক সংগঠনের ভূমিকা এবং পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী পুরুষদের প্রতি করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঘোনা ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন কুমার বিশ্বাস, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, ডাক্তার, দিনমজুরসহ মোট ২৫ জন সদস্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থার অত্র প্রকল্পের প্রকল্প কর্মকর্তা অসিত ব্যানার্জী।আরও উপস্থিত ছিলেন, অত্র প্রকল্পের সোশ্যাল কাউন্সেলর সিরাজুম মনিরা ও সোশ্যাল মোবিলাইজার ধনঞ্জয় পরমান্য।