সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সতক্ষীরার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত¡শাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহে জাতীয় পাতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
এদিকে সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় শোক দিবসে শহরের খুলনা রোড মোড়ে নবনির্মিত বঙ্গবন্ধু মোড়ালে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পক্ষে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ডি এ ডি ফরিদুজ্জামান, অফিস সহরকারী সাইফুর রহমান, রেকর্ড কিপার আমিনুর রহমান, অফিস সহকরী লাবনী খানম ও আনসার সদস্য ইমানুর রহমান।