করোনায় আক্রান্ত সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু ও তার পরিবারের সদস্যদের করোনা ভাইরাস থেকে মুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী (মিন্টু চৌধুরী) ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবুসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনার সংক্রমণ রোধে জনগণের পাশে থেকে কাজ করতে গিয়ে নিজে ও তার পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন। সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু নিজের জীবনের ঝুকি নিয়ে করোনা প্রতিরোধে ত্রাণ সহায়তাসহ মানুষের পাশে থেকে কাজ করেছেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার পরিবারকে যেন করোনা থেকে মুক্তি ও সুস্থতা দান করেন সেই কামনা করেছেন এবং সকলের কাছে দোয়া কামনা করেছেন নেতৃবৃন্দ।