জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: ইউনুস হোসেনের অবসর জনীত বিদায় অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে সাতক্ষীরা এরিয়া অফিসে অনুষ্ঠিত হয়।
জনতা ব্যাংক লিমিটেড সাতক্ষীরা এরিয়া প্রধান মো: জাকির হোসেনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লিমিটেড সাতক্ষীরা কর্পোরেট শাখার ব্যবস্থাপক মো: রকনুজ্জামান।
এছাড়া, জেলার সকল শাখা ব্যবস্থাপক, এরিয়া অফিসের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও সিবিএ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠানে সংবর্ধিত মো: ইউনুস হোসেন সকলের কাছে দোয়া চেয়ে বলেন, ১৯৮৮ সালের ৬ সেপ্টেম্বর জনতা ব্যাংকে যোগদানের পর থেকে আজ পর্যন্ত চাকুরী জীবনে আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও সফলতার সাথে সঠিকভাবে পালন করেছি।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে জনতা ব্যাংক লিমিটেড সাতক্ষীরা এরিয়া অফিসের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জনতা ব্যাংক লিমিটেড সাতক্ষীরা এরিয়া অফিসের প্রিন্সিপাল অফিসার মাগফুর রহমান।