প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৬:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২০, ৩:১৭ পি.এম
করোনায় আক্রান্ত হয়ে তালায় নার্সের মৃত্যু

সাতক্ষীরার তালায় করোনায় আক্রান্ত হয়ে মর্জিনা খাতুন (৫৮) নামে এক সিনিয়র নার্সের মৃত্যু হয়েছে। তিনি তালা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
হাসপাতাল সূত্রে জানাযায়, গত ৯ জুলাই মর্জিনা খাতুনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। কিছুদিন কোয়ারান্টাইনে থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯ টায় তিনি মৃত্যুবরণ করেন।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ অতনু কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2025 DESHTIMES 24. All rights reserved.