সাতক্ষীরা জেলায় হর্টিকালচার সেন্টার নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণর এলএ চেক প্রদান করা হয়েছে।
সোমবার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল তার কার্যালয়ে জমির মালিক সিদ্দিকা আহম্মদের হাতে ৩৫ লাখ ৫৮ হাজার ২৩৭ টাকা এবং কাজী জিয়াউর রহমানের হাতে ৮৪ লাখ ৩৫ হাজার ৪৭৭ টাকার চেক তুলে দেন।
এ সময় খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসন হাওলাদার জুম কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে চেক গ্রহীতাদের সাথে কথা বলেন এবং স্বছতা ও হয়রানিমুক্তভাব এল এ চেক বিতরণ করায় জেলা প্রশাসককে অভিনন্দন জানান।
একই সময় চেক গ্রহীতারাও বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।