গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সফিকুর রহমান চৌধুরী টুটুল -এর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে গোবরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পার্শ্ববর্তী “বঙ্গবন্ধু স্মৃতি” পাঠাগারের সামনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মোঃ সফিকুর রহমান চৌধুরী টুটুল বলেন, চেয়ারম্যান হিসেবে আমি বিগত ৫ বছর যাবৎ সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছি। গোপালগঞ্জের মাটি এবং মানুষের প্রিয় নেতা ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম মহোদয়ের দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় গোবরা ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করেছি। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে মানবতার ডাকে সাড়া দিয়ে আমি সর্বদা অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, তাদের বিপদে-আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষ আমাকে হেয় করতে এ জেড আমিনুজ্জামান রিপন নামে এক সাংবাদিককে দিয়ে দৈনিক “শিরীন’ নামে একটি স্থানীয় পত্রিকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকাশিত সংবাদে ওই সাংবাদিক আমার বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছেন। অথচ আমার সাথে কোন ধরনের যোগাযোগ না করে এবং আমার বক্তব্য না নিয়েই সংবাদটি প্রকাশ করেছেন। এতে সামাজিকভাবে আমার মান-সম্মান ক্ষুন্ন হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ওই সাংবাদিক ও পত্রিকার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিবো।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে সংবাদ সম্মেলনে মোঃ সাইফুর রশিদ চৌধুরী, শামসুদ্দোহা চৌধুরী, শাহ-আলম চৌধুরী, এনামুল হক চৌধুরী, মোঃ হাফিজুর রহমান সিকদার, মিকাইল চৌধুরী, ইদ্রিস আলী চৌধুরী, রবিউল ইসলাম সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।