গাজীপুরের কালিয়াকৈর উপজেরার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় করোনায় ভ্যাকসিন নেওয়ার পর দেড় শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়ে পড়েছে । অসুস্থ্য শ্রমিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । এঘটনায় ছুটি ঘোষনা করেছে কারখানাটির কর্তৃপক্ষ।
বৃহষ্পতিবার সকাল থেকে গাজীপুরের মৌচাক এলাকার সাদমা গ্রুপের মৌচাক নীট কম্পোজিট লিমিটেড কারখানার পোশাক শ্রমিকদের সিনোফার্মার দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়। টিকা দেয়ার ৫ মিনিটি পর থেকেই শ্রমিকরা মাথা ব্যাথা,বমি বমিভাব ইত্যাদি সমস্যা অনুভব করে। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্রমিকদের বাসায় পাঠিয়ে দিয়েছে।
সাদমা গ্রুপের পরিচালক মোহাম্মদ সোহেল রানা জানান, টিকা দেয়ার কিছুক্ষণ পর থেকে অসুস্থ হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাসায় পাঠানো হয়েছে।
গাজীপুর সিভিল মেডিকেল অফিসার ডাঃএফ এম আহসান উল্লাহ বলেন, এটাকে সাইকোজেনিক ইলনেস বলা হয়।এটা অনেকটা গনহিষ্ট্রিয়ার মত মানষিক সমস্যা জনিত রোগ। একজনের অসুস্থ্য হতে দেখলে অন্যরাও অসুস্থ্য হয়ে পড়ে।
শ্রমিকরা অসুস্থ্য হওয়ার পর থেকে ঐ কারখানায় টিকা প্রদান সাময়িকভাবে জন্য বন্ধ রাখা হয়। অসুস্থ্য শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।