জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপরদিকে ২৪ ঘন্টায় নতুন করে ১২ জনসহ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭৫৬ জন।
এনিয়ে, সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে বুধবার পর্যনত মারা গেছেন অনন্ত ৫৩ জন।
মৃত ওই নারীর নাম গোলাপী রায় (৫০)। তিনি কলারোয়া উপজেলার তুলশিডাঙ্গা গ্রামের পরিতোষ রায়ের স্ত্রী।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার বিকাল ৪ টায় মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন গোলাপী রায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৭ টার দিকে তিনি মারা যান। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।
এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো দুই র্যাব কর্মকর্তা, দুই স্বাস্থ্য কর্মী ও এক পুলিশ সদস্যসহ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বুধবার পর্যন্ত মোট ৭৫৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।
বুধবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরা সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, স্বাস্থ্য বিধি মেনে তার মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে এবং একই সাথে তার বাড়িসহ আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।