গোপালগঞ্জে নতুন ২৮ জন সহ জেলায় করোনা (কোভিড-১৯) এ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭১৮ জন।
নতুন শনাক্ত রোগীর সংখ্যা ২৮ জন। এরমধ্যে, গোপালগঞ্জ সদর-১০, টুঙ্গিপাড়া-২, কোটালীপাড়া-৪, কাশিয়ানী-৯ ও মুকসুদপুর-৩। অদ্যাবধি (৪ আগস্ট পর্যন্ত) মোট শনাক্ত রোগীর সংখ্যাঃ ১৭১৮ জন।
কোভিড-১৯ হতে নতুন ৩৮ জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেনঃ ১২৭৬ জন। নতুন-৩৮ জনের মধ্যে সদর- ১০, টুঙ্গিপাড়া-১২, কোটালীপাড়া-৬, কাশিয়ানী-৫, মুকসুদপুর-৫। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যাঃ ৪১৩ জন।
কোভিড-১৯ এ অদ্যাবধি মৃত্যুবরণকারীঃ ২৮ জন:
এর মধ্যে গোপালগঞ্জ সদর-১১, টুঙ্গিপাড়া-৪, কোটালীপাড়া-১, কাশিয়ানী-৬, মুকসুদপুর-৬ *আত্মহত্যা-১ জন, মুকসুদপুর।
অদ্যাবধি পাঠানো নমুনার সংখ্যাঃ ৭৮০৭
গোপালগঞ্জ সদর উপজেলাঃ ৬১১ জন (সুস্থ ৩৯৯ জন সহ)
টুঙ্গিপাড়া উপজেলাঃ ২৬৪ জন (সুস্থ ২১২ জন সহ)
কোটালীপাড়া উপজেলাঃ ২৮০ জন (সুস্থ ২০০ জন সহ)
কাশিয়ানী উপজেলাঃ ২৮৩ জন (সুস্থ ২৩২ জন সহ)
মুকসুদপুর উপজেলাঃ ২৮০ জন (সুস্থ ২৩৩ জন সহ)
চিকিৎসক ও নার্সসহ অদ্যাবধি আক্রান্ত স্বাস্থ্যকর্মীঃ ১৪৫ জন।
শুধু মাত্র সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই প্রাণঘাতী এ করোনা (কোভিড-১৯) সংক্রমণের প্রাদুর্ভাব প্রতিরোধ করা সম্ভব বলে জানান, গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।