সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের সর্ববৃহৎ মানবিক সংগঠন খেশরা ব্লাড ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি উৎযাপিত হয়েছে।
রবিবার বিকাল ৫টায় শালিখা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও কেক কেটে প্রথম বর্ষপূর্তী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে খেশরা ব্লাড ফাউন্ডেশনের পরিচালক শেখ মেজবাহুর রহমান নাহিদের সভাপতিত্বে এবং সহ-পরিচালক রিয়াদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, আব্দুল গনি গাজী, প্রভাষক এস আর আওয়াল, বিশিষ্ট সমাজ সবক ডাঃ মো. আকরাম হোসেন, ফ্রডস ব্লাড ব্যাংকর প্রতিষ্ঠাতা সালমান আব্রাহাম, ছাত্রলীগ নেতা শেখ নাহিয়ান নিপু, তহিদুজ্জামান তৌহিদ, খেশরা ব্লাড ফাউন্ডেশনের সহ-পরিচালকবৃদম্পম্প, সদস্যবৃন্দ এবং ইউনিয়নের বিভিন স্তরর সমাজসবকরা। প্রকাশ, ‘তুছ নয় রক্ত দান, বাঁচত পার একটি প্রাণ’ স্লাগান ২০২০ সাল প্রতিষ্ঠিত হয় তালা উপজেলার খেশরা ইউনিয়নর সর্ববহৎ মানবিক সংগঠন খেশরা ব্লাড ফাউন্ডেশন। রবিবার বিকালে সংগঠনটির ১ম বর্ষপূর্তি উৎযাপিত হয়েছে।