সাতক্ষীরা পৌরদীঘিতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ ৩ ঘন্টা পর উদ্ধার করেছে ডুবুরিদল।
নিহত যুবক সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ মহিবুল্লাহ (৪২)। তিনি সদর উপজেলার মাছখোলা গ্রামের দ্বীন আলীর ছেলে।
রোববার সন্ধ্যা সাতটার দিকে সদর সাব রেজিস্ট্রার মশিয়ার রহমান, নকল নবিশ মহিবুল্লাহ ও আরো একজনসহ তিনজন পৌরদীঘিতে গোসল করতে নামেন। সাঁতার কাটার এক পর্যায়ে মহিবুল্লাহ নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস চলে আসলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কাজ চালাতে ব্যর্থ হয়।
পরে খুলনা থেকে ডুবুরি দল এসে রাত ১১ টারদিকে নিখোঁজ মহিবুল্লার মরদেহ উদ্ধার করেছে।