সাতক্ষীরার কলারোয়ায় গত ২২দিন যাবত চুরি যাওয়া ইজিবাইক আজও উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে ইজিবাইক হারিয়ে বেকার হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন ইজিবাইক চালক কলারোয়া পৌর সদরের শেখ আবুল খায়েরের ছেলে শেখ আবু নসর।
সূত্রে জানা গেছে, সমিতি থেকে ঋণ নিয়ে ১লাখ ৫৫হাজার টাকায় একটি ইজিবাইক ক্রয় করে কলারোয়া-সাতক্ষীরা সড়কে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন শেখ আবু নসর। ইজিবাইক চালক আবু নসর প্রতিদিনের ন্যায় গত ২৯ জুলাই ২০২১ সারা দিন গাড়ি চালিয়ে সন্ধায় তার চাচা আব্দুুলর কুদ্দুুসের বাড়িতে রাখেন।
ওই রাতের যে কোন সময় আব্দুল কুদ্দুসের পাচিলের গেটের তালা ভেঙে ইজিবাইকটি কে বাবা কারা চুরি করে নিয়ে যায়। সকালে ইজিবাইক চুরি হয়ে যাওয়ার খবর
পেয়ে চালক আবু নসর ঘটনাস্থলে এসে দেখেন তার রেখে যাওয়া ইজিবাইকটি সেখানে আর নেই।
তবে ঘটনাস্থল থেকে গাড়ি চালক আবু নসর অর্জুন মোড়ল পাচুর ছেলে মহাদেব মোড়ল নামক জনৈক ব্যক্তির জাতীয় আইডি কার্ডের ডুব্লিকেট কপি পান। এঘটনায় ক্ষতিগ্রস্থ গাড়ি চালক আবু নসর ৩০ জুলাই ২০২১ কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে কলারোয়া থানা পুলিশ সন্দেহভাজন তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। পরে তাদের ছেড়ে দেয় থানা পুলিশ। ইজিবাইক টি উদ্ধারের জন্য বেকার ও ক্ষতিগ্রস্থ আবু নসর কলারোয়া থানাসহ বিভিন্ন দারে দারে ঘুরছেন।
ক্ষতিগ্রস্থ আবু নসর সাংবাদিকদের জানান, যেখান থেকে আমার ইজিবাইক চুরি হয়েছে। সেখান থেকে মহাদেবের আইডি কার্ড পাওয়া গেছে। এব্যাপারে থানা পুলিশ মহাদেব ও কিনু নামের দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাবাদ করলে চুরি যাওয়া ইজিবাইক টি উদ্ধার করা সম্ভব হবে।