জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করে মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ ছাত্রলীগ, সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখা।
আগষ্ট মাস, শোকের মাস উপলক্ষে পুরো মাস ব্যাপি কর্মসূচীর আংশিক কর্মসূচী হিসেবে আজ মেডিকেল কলেজ প্রাঙ্গনে ছাত্রলীগ ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ আজমল হোসেন, সহ সভাপতি অর্নব সাঈদ, দপ্তর সম্পাদক রিফাত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবু আল সাঈদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সুমন কুমার শীল, সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. রসিফুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের সিনিয়র সহ সভাপতি ডা. নাজমুস সাকিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. আলমাহমুদ, দপ্তর সম্পাদক ডা. মাসুম বিল্লাহ সহ ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও ছাত্রলীগের আরও অনেক নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ১৫ ই আগষ্ট ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও মেডিকেল কলেজ ছাত্রলীগ যৌথ উদ্যোগে ২০০ এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচীর আয়োজন করে।
তাদের এই কর্মসূচীর ব্যাপারে ছাত্রলীগের সভাপতি ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন ” মেডিকেল কলেজ প্রাঙ্গনকে সুন্দর, সবুজ প্রাণের সঞ্চার করতে ও বঙ্গবন্ধুর স্মৃতিতে এই বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়েছে”।