চলে গেলেন না ফেরার দেশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সংশ্লিষ্ট ঠিকাদার, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো.আছানুর রহমান হাসান।
মঙ্গলবার সকাল সোয়া ৮ টার দিকে রাজধানী গুলশানের ইউনাইটেড হাসপাতালে ফুসফুস এবং কিডনি জনিত রোগ নিয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
বিশিষ্ট সমাজ সেবক ও পরোপকারী এই মানুষটির হঠাৎ মৃত্যুতে পরিবার-পরিজন, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, পৌর আওয়ামীলীগের সভাপতি হাসমত আলী সিকদার (চুন্নু), সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তা ও ঠিকাদারগণ সহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীরভাবে দুঃখ প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সদ্য প্রয়াত হাজী আছানুর রহমান হাসানের পরিবারের পক্ষ থেকে তার শালক, বিশিষ্ট ঠিকাদার ও সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম ও মরহুমের ভাগ্নে, বিশিষ্ট ঠিকাদার ও শিল্পপতি হাজী কামরুজ্জামান সিকদার কামাল সকলের নিকট মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।