প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ৬:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২১, ৩:৩৫ পি.এম
উপজেলা প্রশাসনের উদ্যোগে কালিগঞ্জে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ

সাতক্ষীরার কালিগঞ্জে পানিবন্দি মানুষের দুর্দশা লাঘবে ইউএনও খন্দকার রবিউল ইসলামের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কয়েকদিনের টানা বর্ষনে উপজেলার সদরসহ নিন্মাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্থ হয় মৎস্য চাষী, ব্যবসায়ী ও কৃষককূল। শ্রমজীবি মানুষসহ নিন্ম আয়ের মানুষজন অসহায় হয়ে পড়েন।
ঠিক এমনই সময়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম উপজেলার ১২টি ইউনিয়নের অধিকতর ক্ষতিগ্রস্থ্যদের তালিকা করে শুকনা খাবার প্রদান করেছেন। তিনি উপজেলার ১২টি ইউনিয়নে করোনা এক্সপার্ট টিমের সদস্যদের দিয়ে প্রকৃত অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ্যদের মাঝে ১০কেজি করে চাউল প্রদান করেছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
তিনি শনিবার সকাল থেকে উপজেলার মৌতলা ও কৃষ্ণনগর ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও পানি নিস্কাশনে স্থানীয়দের সাথে নিয়ে খালের নেট, পাটা ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বেড়িবাঁধ অপসারণ করেন। এছাড়া বিভিন্ন ব্যাক্তির অভিযোগের প্রেক্ষিতে পানি নিস্কাশনের সুব্যবস্থ্যা করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, সূধী ও ভুক্তভোগী জনগন।
Copyright © 2025 DESHTIMES 24. All rights reserved.