দেশ জুড়ে করোনা (কোভিড-১৯) সংক্রমণের প্রাদুর্ভাব কমতে না কমতেই আকস্মিক বন্যায় দিশেহারা নিম্ন আয়ের মানুষ। করোনা পরিস্থিতি মোকাবেলায় ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারের পাশাপাশি বাংলাদেশ পুলিশের আইজিপি’র পক্ষে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের কৃতি সন্তান পুলিশের বর্তমান আইজিপি ড.বেনজীর আহমেদের পক্ষে গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার)-এর দিক নির্দেশনায় কাশিয়ানী উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থ ৪০টি পরিবারের মাঝে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আজিজুর রহমান স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণসামগ্রী (শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, লবণ, তৈল, সাবান ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট) পৌঁছে দেন।
ওসি মো.আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, মানবিক আইজিপি স্যারের পক্ষে, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় আকস্মিক বন্যায় কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পেরে সত্যিই আমরা (পুলিশ বাহিনী) গর্বিত।