শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার কুখ্যাত চোরাকারবারী অমিত কুমারের সস্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ও তার গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। সাতক্ষীরা প্রেসক্লাবর সামনে বুধবার বেলা সাড়ে ১১ টার উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানবন্ধনে বক্তরা বলেন, শহরের পুরাতন সাতক্ষীরার সাধন কুমার বিশ্বাসের ছেলে ব্যবসায়ী উত্তম কুমারের একজন কুখ্যাত সস্ত্রাসী ও চোরাকারবারী। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশী কয়েন, সীমান্ত পিলার ও বণ্যপ্রাণি তক্কর সাপ পাচারের সাথে জড়িত। নিয়মিত তিনি চোরাইপথে ভারতে যাতায়াত করে থাকেন। এসব ঘটনার প্রতিবাদ করলে তিনি তার অপন ভাই উত্তম কুমারসহ পরিবারের অন্যান্য সদস্যদের মারপিট ও নির্যাতন করে থাকেন এবং তাদের নামে মিথ্যা মামলা দিয়েও হয়রানি করেন।
বক্তারা এ সময় অবিলম্বে কুখ্যাত চোরাকারবারী অমিত কুমারের গ্রেফতারের জোর দাবি জানান।
মানবন্ধনে বক্তব্যে রাখেন, অভিযুক্ত অমিত কুমারের বড় ভাই উত্তম কুমার, ছোট ভাই অনুপ কুমার, স্থানীয় এলাকাাসী প্রতিমারানী বিশ্বাস, মাধবী রাণী বিশ্বাস, সুষমা রাণী বিশ্বাস, নিতাই চন্দ্র রায় প্রমুখ।