সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ ডেডিকেটেড হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে কয়েক ঘন্টার ব্যবধানে ৮ মৃত্যুর ঘটনার তদন্তে আরও একটি কমিটি গঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় এই কমিটি ঘটনাস্থলে এসে তদন্ত করবে বলে জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত।
খুলনা স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা দুই সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেন। কমিটির প্রধান হয়েছেন খুলনা মেডিকেল সাবডিপোর সহকারী পরিচালক ডা. রফিকুল ইসলাম গাজী। কমিটির অপর সদস্য হলেন মোংলা পোর্ট স্বাস্থ্য কর্মকর্তা ড. মোশাররফ হোসেন। এর আগে একই ঘটনায় সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. কুদরত ই খুদা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ আহমেদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। এই কমিটিতে রয়েছেন ডা. সাইফুল্লাহ ও ডা. মারুফ। তিন কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট দেওয়ার কথা রয়েছে।
উলেখ্য যে, গত ৩০ জুন বুধবার সন্ধ্যা সোয়া সাতটা থেকে রাত পৌনে আটটার মধ্যে অক্সিজেন সংকটের কারণে আইসিইউতে তিন জন, সিসিইউতে ২ জন এবং সাধারণ করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দু’ জন সহ সাত জন মারা যান। মৃতদের মধ্যে ৪ জন ছিলেন করোনা পজিটিভ। সকাল থেকে অক্সিজেন সংকট দেখা দিলে ডাক্তাররা কর্তৃপক্ষকে তা অবহিত করেন। কিন্তু যথা সময়ে সাতক্ষীরার সেন্ট্রাল অক্সিজেন পন্ড পূরন না করায় অক্সিজেনের প্রেশার কমতে থাকে। একপর্যায়ে এর প্রেসার কমে যাওয়ায় রোগীরা ছটফট করতে থাকেন। এসময় যে যার মত অক্সিজেন সিলিন্ডার বাইরে থেকে নিয়ে এসে রোগীদের বাচানোর চেষ্টা করে ব্যর্থ হন। রাত পৌনে ৮ টার মধ্যে সাত জন রোগী মারা যান। এর আগে ওইদিনই করোনা উপসর্গে আরও ৭ জন সহ ১৪ জনের মৃত্যু ঘটে।
ডা. হুসাইন শাফায়েত বলেন, রবিবার তদন্ত কমিটির অনুসন্ধানে এই মৃত্যুর কারণ বেরিয়ে আসবে বলে আমরা আশা করছি।