বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় সপরিবারে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিদায়ী ডিসি মুহম্মদ কামরুজ্জামান আশাশুনির উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব খুলনায় ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় রূপান্তরের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তালায় পুকুরে ডু”বে শি”শুর ম”র্মান্তিক মৃ”ত্যু কলারোয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে বিএনপির যৌথ সভা: ড. মনিরুজ্জামানকে বিজয়ী করার আহ্বান সাতক্ষীরার জুলাই স্মৃ”তিস্তম্ভে অ”গ্নিসং”যোগের অ”ভিযোগে জুলাইযোদ্ধাদের প্র”তিবাদ সমাবেশ, অ”গ্নিকা”ন্ডের ঘ”টনা ঘ”টেনি, দা”বি পুলিশের শ্যামনগরকে ১২ নভেম্বর ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে মানববন্ধন নবপল্লব প্রকল্পের আওতায় শ্যামনগরে মাছচাষীদের মাঝে জৈব সার ও মাছের খাদ্য বিতরণ বিদায়ী জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে সাতক্ষীরার পুলিশের পক্ষে বিদায় সংবর্ধনা

সাতক্ষীরায় চলছে ঢিলেঢালা লকডাউন, করোনা শনাক্ত ৫৪ ও মৃত্যু ৮ জনের

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ১৬৫ জনের নমুনা পরিক্ষা করে ৫৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। সনাক্তের হার ৩২ দশমিক ৭৩ শতাংশ। এর আগের ২৪ ঘন্টায় শনাক্তের হার ছিল ২৭ দশমিক ০৪ শতাংশ। রবিবার সকাল পর্যন্ত একদিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে। 

এদিকে সাতক্ষীরায় চলমান লকডাউনর চতুর্থ সপ্তাহের তৃতীয় দিন রবিবারও চলছে হেলাফেলাভাবে। সোমবার থেকে সীমিত আকারে শাটডাউন ঘোষণা হওয়ায় পুলিশও কিছুটা কঠোর অবস্থা থেকে সরে এসেছে। ভারি যানবাহন ছাড়া সবই চলছে স্বাভাবিকভাবে। স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ চলাফেরা করছে। হাট বাজার করছে। তবে বেলা ১১ টার পর সব দোকানপাট বন্ধ থাকলেও চুরি করেই চলছে কেনাবেচা। পুলিশের বাধা ও ব্যারিকেডও মানছে না কেউ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, বর্তমান করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন এবং শহরের কয়েকটি বেসরকারি হাসপাতালে আরও ১৭ জন সহ ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ২৫৪ জন ও বেসরকারি হাসপাতালে ১২৮ জন ভর্তি আছেন। এ যাবত করোনায় মৃত্যু হয়েছে ৬৬ জনের। অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৩২১ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৮১৯ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৮৬২ জন। এ ছাড়া জেলায় ১৩ হাজার ৫৩টি নমুনা সংগ্রহ করে ১২ হাজার ৫৪৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে পজেটিভ এসেছে তিন হাজার ২৬২ জনের।

অপরদিকে সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান জনসচেতনতা কম থাকায় মানুষ লকডাউন লংঘন করছে। তব আইন-শৃংখলা বাহিনী জেলার ৭ টি উপজেলায় জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্রনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য পুলিশ বিভিন্ন সড়কে বসিয়েছে ব্যারিকেড।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!