
সাতক্ষীরায় ১৬৫ জনের নমুনা পরিক্ষা করে ৫৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। সনাক্তের হার ৩২ দশমিক ৭৩ শতাংশ। এর আগের ২৪ ঘন্টায় শনাক্তের হার ছিল ২৭ দশমিক ০৪ শতাংশ। রবিবার সকাল পর্যন্ত একদিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সাতক্ষীরায় চলমান লকডাউনর চতুর্থ সপ্তাহের তৃতীয় দিন রবিবারও চলছে হেলাফেলাভাবে। সোমবার থেকে সীমিত আকারে শাটডাউন ঘোষণা হওয়ায় পুলিশও কিছুটা কঠোর অবস্থা থেকে সরে এসেছে। ভারি যানবাহন ছাড়া সবই চলছে স্বাভাবিকভাবে। স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ চলাফেরা করছে। হাট বাজার করছে। তবে বেলা ১১ টার পর সব দোকানপাট বন্ধ থাকলেও চুরি করেই চলছে কেনাবেচা। পুলিশের বাধা ও ব্যারিকেডও মানছে না কেউ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, বর্তমান করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন এবং শহরের কয়েকটি বেসরকারি হাসপাতালে আরও ১৭ জন সহ ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ২৫৪ জন ও বেসরকারি হাসপাতালে ১২৮ জন ভর্তি আছেন। এ যাবত করোনায় মৃত্যু হয়েছে ৬৬ জনের। অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৩২১ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৮১৯ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৮৬২ জন। এ ছাড়া জেলায় ১৩ হাজার ৫৩টি নমুনা সংগ্রহ করে ১২ হাজার ৫৪৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে পজেটিভ এসেছে তিন হাজার ২৬২ জনের।
অপরদিকে সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান জনসচেতনতা কম থাকায় মানুষ লকডাউন লংঘন করছে। তব আইন-শৃংখলা বাহিনী জেলার ৭ টি উপজেলায় জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্রনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য পুলিশ বিভিন্ন সড়কে বসিয়েছে ব্যারিকেড।