গাজীপুরে মহানগর যুবলীগের উদ্বোগে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চান্দনা স্কুল এন্ড কলেজ মাঠে বিভিন্ন প্রজাতির প্রায় চারশত চারা বিতরণ করা হয় কর্মসূচীর অংশ হিসেবে। মহানগর যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরা সরকারের নেতৃত্বে সমাজের নানা শ্রেনীর মানুষের মধ্যে এসব চারা তুলে দেয়া হয়।
এসময় প্রধান অতিথীর বক্তব্যে হিরা সরকার বলেন, কেন্দ্রিয় যুবলীগের নির্দশনায় গাজীপুর মহানগর যুবলীগ এ কর্মসূচী পালন করছে। তিনি আরো বরেন পর্যায়ক্রমে নগরীর প্রতিটি থানায়ই এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। পরে যুবলীগের নেতাকর্মীরা স্কুল মাঠে গাছের চারা রোপন করেন।