গাজীপুরের কোনাবাড়ি নাছের মার্কেট আঞ্চলিক সড়কের আমবাগ ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিক মোসা: কোহিনুর বেগম (২৫) নরসিংদী জেলার রায়পুর থানার উত্তরপাড়া হাসনাবাদ গ্রামের আব্দুর রশিদের মেয়ে।
নিহত কোহিনুর আমবাগ যুবলীগ নেতা মোঃ তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় তুষুকা পোশাক কারখানায় কাজ করতেন।এ ঘটনায় আরো একজন নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত ওই শ্রমিককে কোনাবাড়ি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কোহিনুর বেগমসহ কয়েক হাজার শ্রমিক প্রতিদিনের মত কারখানার কাজে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক যাহার নং- (ঢাকা-মেট্রো-ট্র ১৬-৩৫২৬) কোনাবাড়ি থেকে আমবাগ ব্রিজে উঠলেই যানজট সৃষ্টি হয়।এময় শ্রমিকেরা ট্রাকের চালককে বাঁধা দিলে চালক উত্তেজিত হয়ে শ্রমিকের গায়ের ওপর তুলে দেয়। এতে ঘটনা স্থলেই কোহিনুরের মৃত্যু হয়।এ ঘটনায় ট্রাকটি আটক হলেও চালক পালিয়ে যায়।
পোশাক শ্রমিক নাদিরা আক্তার জানান, হরহামেশাই এই সড়কে এমন দুর্ঘটনার সম্মুখীন হতে হয় অথচ কর্তৃপক্ষ বা স্থানীয় কাউন্সিলর কোনো পদক্ষেপ নেয় না। সকাল ৭টা হতে সকাল ৮টা পর্যন্ত বিশেষ করে কোন ট্রাক যেন এ রাস্তা দিয়ে চলাচল না করে এমনটিই দাবী জানান হাজার হাজার শ্রমিকেরা।
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, কোহিনুর বেগম নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে আর একজন আহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে তার স্বামী নাজমুলের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি আরো জানান, এখন থেকে প্রতিদিন সকালে যেন এ রাস্তা দিয়ে কোন প্রকার ট্রাক চলতে না পারে সে ব্যবস্থা নেয়া হবে।