বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
ন‌ওয়াবেকী ও হরিনগর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের মনিটরিং আশাশুনিতে চেউটিয়া খাল উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কলারোয়ায় চাঁদাবাজ, ভুমিদস্যু ও আদম ব্যবসায়ী তফুরার হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন কলারোয়ায় গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ সাতক্ষীরায় কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষে গোডাউনে মজুদ করা ১৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ জাতীয় ছাত্র সমাজের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা, আলোচনা সভা ও ইফতার মাহফিল সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী প্রভাষক এম সুশান্তের গণসংযোগ  শ্যামনগরে সুপেয় পানি সংকট নিরসনে পাইপলাইন উদ্বোধন করলেন এমপি দোলন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন সহ সকল শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা গোপালগঞ্জে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বিচার বিভাগ

তালায় করোনার মধ্যে ইউপি নির্বাচন, জনমনে আতংক

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২০৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলাসহ সীমান্তবর্তী সাতক্ষীরা জেলায় মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) যে সময়ে ভয়াবহ রুপ নিয়েছে ঠিক তখনি শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা। এর ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও আতংকের সৃষ্টি হয়েছে। তবে উপজেলা নির্বাচন অফিস বলছে, নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা পরিস্থিতি সীমান্ত এলাকায় ভয়াবহ রুপ নিয়েছে। এতে জনসমাগম আদও সঠিক নয়। অন্যদিকে উপজেলা প্রশাসন করোনা পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে উপজেলাব্যাপী শুরু করেছেন জনসচেতনামুলক মাইক প্রচার, চলছে ভ্রাম্যমান আদালত। ফলে বর্তমান পরিস্থিতি নিয়ে আতংকর পাশাপাশি বিপাকে রয়েছে সাধারণ মানুষ। এদিকে দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সাতক্ষীরা জেলাতে বিশেষ লকডাউন ঘোষণা করে প্রশাসন। স্থানীয় সুধিমহল জানান, একদিকে করোনার প্রকোপ অন্যদিকে লকডাউন। নির্বাচন মানেই জনসমাগম আর জনসমাগম না করে কিভাবে নির্বাচন করবে প্রার্থীরা। বর্তমান পরিস্থিতিতে এলাকার সাধারণ মানুষের মধ্যে সিদ্ধান্ত নিয়ে চলছে নানান গুঞ্জণ।

তালা সদর ইউপি চেয়ারম্যান ও বর্তমান নৌকা প্রতীকের প্রার্থী সরদার জাকির হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন গত ১১ এপ্রিল নির্ধারিত দিন থাকলেও মহামারি করোনা ভাইরাসের প্রকোপের কারণে তা স্থগিত করেন নির্বাচন কমিশন। পুনরায় আগামী ২১ জুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। বর্তমান দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সাতক্ষীরা জেলাতে বিশেষ লকডাউন ঘোষণা করে প্রশাসন। এরমধ্যে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানান।

তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আমাদের চলতে হবে। নির্দেশনা ছাড়া কোন কিছু করা হবে না। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) শুরুর থেকে এ পর্যন্ত ৭১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১৭৮ জন সনাক্ত হয়েছেন, একজন স্টাফ নার্সসহ ৪ জন মৃত্যুবরণ করেছেন, ২ জন হোম কোয়ারেন্টিনে আছেন এবং বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতালে বর্তমান ২টি ওয়ার্ড করোনা রোগীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এতে বর্তমানে ১৬ জন জ্বরের রোগী ভর্তি আছে তবে তাদের পরীক্ষা না করে পজটিভ বলা যাবে না। পূর্বের তুলনায় বর্তমান করোনার প্রকোপ অনেকাংশ বেশি হলেও এলাকার সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে না। তবে বর্তমান পরিস্থিতিতে জনসমাগম একবারে নিষিদ্ধ বলে জানালেন উপজেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।

তালা উপজলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভয়াভহ পরিস্থিতি মোকাবেলায় উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে এবং এক সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষনা করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, জেলা প্রশাসকের সাথে জনপ্রতিনিধিদের আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক সার্বিক বিষয় নিয়ে নির্বাচন কমিশনে লিখিত একটি প্রতিবেদন পাঠিয়েছেন। আশা করি কিছু দিনের মধ্যে নির্বাচন কমিশন সার্বিক বিষয় বিবেচনা করে একটি ফলাফল দেবেন।

তালা উপজেলার পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, নির্বাচন থেকে মানুষের জীবন অনেক বড়। করোনা ভাইরাসের এ অবস্থায় জনসমাগম একবারেই ঠিক না। এলাকার সাধারণ মানুষের মধ্যে কারো করোনা আছে বোঝা মুশকিল। এমতাবস্থায় নির্বাচন করা যুক্তিযুক্ত হবে বলে মনে করছেন না এই জনপ্রতিনিধি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!