সাতক্ষীরা সদরের মাগুরা ও ফুলবাড়ী সবুজ সংঘের নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার রাত সাড় ৮টায় আনুষ্ঠানিকভাবে দ্বি-বার্ষিক নির্বাচন নির্বাচিত কমিটির কাছে সাবেক সভাপতি এড. মো. ফারুক হোসেন ও সহ সভাপতি মো. রহমত আলী দায়িত্বভার হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা ও ফুলবাড়ী সবুজ সংঘের নব নির্বাচিত কমিটির সভাপতি মো. মনিরুল ইসলাম (মনি), সহ সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম (রবি), রনজিৎ পাল, সাধারণ সম্পাদক সুরন্দ্র নাথ বিশ্বাস, যুগ্ম সম্পাদক মো. মহবত আলী, কোষাধ্যক্ষ মো. মমিনুল ইসলাম, সদস্য সাদ্দাম হোসেন, তানভীর হোসেন, ওহাব হোসেন, ফারুক হোসেন ও ফজর আলী।
উল্লেখ্য, গত ১৪ মার্চ আনুষ্ঠানিকভাবে দ্বি বার্ষিক নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মাঝে এ দায়িত্ব হস্তান্তর করেন বিগত কমিটির নেতৃবৃন্দ।