দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম প্রতিদিন পত্রিকার আইন উপদেষ্টা, ঢাকা বারের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত পি.পি, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এডভোকেট নুর হোসেন বলাই ২১ মে শুক্রবার বিকাল ৬টা ১৭ মিনিটে ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন। এর আগে তিনি অনেকদিন ইউনাইটেড হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে বাসায় যাওয়ার পর আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা এবং অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম(রেজিঃনং ৫৮৩/০৪) এর নেতৃবৃৃৃন্দ।
নেতৃবৃৃৃন্দরা হলেন, সংগঠনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক দেশ, তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক দক্ষীনের মশাল), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ ও দৈনিক পত্রদূত), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃআবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন, দৈনিক পত্রদূত), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ) মোঃ হেলাল উদ্দীন (দেশ টাইমস, ক্রাইম প্রতিদিন, শীর্ষ টিভি ), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা)।