সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার সুস্তা কামনা, তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের কারামুক্তির দোয়া ও উপজেলা বিএনপির প্রায়ত সভাপতি শহীদ এ বি এম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে) বিকালে রহিমাবাদ ঈদগাহ মাঠে উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহায়ক মো. খালিদ আহমেদ, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, বিএনপি নেতা খান আব্দুল রাজ্জাক, অধ্যাপক মোশাররফ হোসেন, আবুল কালাম বিশ্বাস, রাশিদুল হক রাজু, গাজী সুলতান আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।