সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে করোনা ভাইরাস আক্রান্ত, ক্ষতিগ্রস্থ দু:স্থদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৫ মে) বিকাল তিনটায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে উপজেলার মধ্যে তালিকাভুক্ত ত্রিশ জনের মাঝে মোট ১ লক্ষ ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় প্রতিজন ৩ হাজার ৫ শত টাকা করে পেয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দুরত্ব বজায় রেখে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান প্রমুখ।