সাতক্ষীরার দেবহাটায় বিরোধপূর্ণ জমিতে ছাই ও ময়লা মাটি ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক আম ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মাটিকোমড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রফিকুল ইসলাম (৫৫)। তিনি মাটিকোমড়া গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, প্রতিবেশি বাসারাত হোসেন বিরোধপূর্ণ ওই জমিতে বাড়ির চুলার ছাই ও ময়লা মাটি ফেলতে গেলে এতে বাধা দেন মাটিকোমড়া গ্রামের রফিকুল ইসলাম। এনিয়ে বাসারাত হোসেনের সাথে তার তীব্র বাগবিতন্ডা হয়। একপর্যায়ে বাসারাত হোসেন, তার স্ত্রী বাশিনুর নাহার তাঁরা ও প্রতিবেশী শাহজাহান আলী একযোগে লাটি-সোটা নিয়ে তার উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে রফিকুল ইসলাম নিহত হন। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ময়না তদন্ত শেষে তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।