করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সংকট থাকায় কৃষকের জমির ধান কেটে দিয়েছে সাতক্ষীরার তালার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামের উত্তম কুমার মন্ডল এর প্রায় এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ছাত্রলীগের নেতা তন্ময় দে এর নেতৃত্বে এ ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন রায়পুর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রায়, শেখ রাখিন, পারভেজ মুন্না, তালা সরকারী কলেজ ২য় বর্ষ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজু, শেখ বাবু, সুকান্ত মন্ডল, তুফান সরদার,কৃষ্ণ মন্ডল, আমিত বাছাড়, প্রিন্স মন্ডল, সৌরভ মন্ডল,বাঁধন মন্ডল ও খলিনগর ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা । উত্তম কুমার মন্ডল বলেন, করোনা পরিস্থিতিতে ধান কাটার জন্য শ্রমিক দেখা দিয়েছে। কিছু শ্রমকি পাওয়া গেলেও অনেক বেশি পারিশ্রমকি গুনতে হয়। এমন সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে বাড়িতে দিয়ে গেছে।