সাতক্ষীরার কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফাকে সোমবার সকালে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ। এ সময়ে উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান।
আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ন-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাহিদ ফেরদৌস, দপ্তর সম্পাদক গোলাম রসুল প্রমুখ।
কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা তিনি শুভেচ্ছা বিনিময়ের সময় ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগকে বলেন, আমি অদ্য ০২/০৫/২০২১খ্রিঃ তারিখে কালিগঞ্জ উপজেলা বাসীকে পুলিশি সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে কালিগঞ্জ থানায় যোগদান করেছি।
থানা পুলিশের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা কাম্য।