করোনা প্রাদুর্ভাবে শহর বাসীদের সচেতন করতে প্রাণসায়ের খালে নাও ভাসালেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
রবিবার (২ মে) বিকেলে সাতক্ষীরা শহরে প্রাণসায়ের খালের পাকাপোল মোড় থেকে নৌকা ভাসিয়ে গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত প্রদক্ষিণ করেন জেলা প্রশাসক।
এসময় করোনা সচেতনতায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল শহরবাসীর উদ্দেশ্যে বলেন, করোনা সংক্রমণ রুখতে মাস্ক পরিধান করুন, সমাজিক দূরুত্ব বজায় রাখুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, জেলা আওয়ামিলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, লাবসা ইউনিয়নের ৯ নং ওয়াডের ইউপি সদস্য মনিরুল ইসলাম মনি প্রমুখ।