সাতক্ষীরার কালিগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করলেন খুলনার তেরখাদা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা।
তিনি রবিবার (২ মে-২০২১) বিকাল ৩ টায় বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর নিকট হতে দায়িত্বভার গ্রহন করেন। তাকে খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয় থেকে ২৮/০৪/২০২১ কালিগঞ্জ থানায় বদলী করা হয়। রবিবার( ০২ মে) বিকালে নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা কে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন।
মোহাম্মদ গোলাম মোস্তফা পারিবারিক জীবনে দুই সন্তানের জনক। তিনি পাবনা জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। অদ্য হতে কালিগঞ্জ উপজেলার প্রায় সাড়ে তিনলক্ষ জনগনের জানমাল রক্ষার পাশাপাশি সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি রক্ষার অভিভাবকের দায়িত্ব পালন করবেন। অপরদিকে বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানায় যোগদান করেছেন।