সাতক্ষীরা সদরের আখড়াখোলা, বয়ারকোলা জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ সংলগ্ন মুকুন্দপুর ঈদ গাহ মাঠে সাতক্ষীরা ওয়েলফেয়ার এসোসিয়েশন (সোয়াব)এর মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
মহামারী করোনা ভাইরাস এর প্রাদূর্ভাবের কারনে অসহায়, দরিদ্র, দুস্থ্য ও নিপিড়ীত মানুষের সাহাযার্থে মঙ্গলবার সকাল ১১ টার দিকে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে, ১০কেজি চাল, ২ কেজি ডাল, ৪কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ছোলা, ১কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি পেয়াজ, ২০ কেজি মালামাল যার বাজার মুল্য ১০৭৫ টাকা মোট ২৫০ টি অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবুল কালাম বাবলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওবায়দুর রহমান (লাল্টু) সদস্য জেলা পরিষদ সাতক্ষীরা, মোঃ আজমল উদ্দীন – চেয়ারম্যান ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ, মোহ বজলুলর রহমান- বল্লী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মোঃ আজহারুল হক – শিক্ষানুরাগী, মোঃ আনোয়ারুল ইসলাম – অবঃ প্রধান শিক্ষক, অনুষ্ঠানের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা মোসলেম উদ্দিন এবং সভাপতিত্ব করেন মোহাম্মদ জামিল উজ্জামান। অনুষ্ঠানের সব কিছুর পৃষ্ঠপোষক ছিলেন মোঃ আশরাফুজ্জামান – লন্ডন প্রবাসী ও ইফতেখারুজ্জামান (হৃদয়) লণ্ডন প্রবাসী। অনুষ্ঠানে পূর্বের ন্যায় আগামীতেও অসহায় মানুষের কল্যানে কাজ করে যাওয়ার অঙ্গিকার নিয়ে সভা সমাপ্ত করা হয়।