গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষনের অভিযোগে আইয়ুব আলী (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার লতিফপুর এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আইয়ুব আলী নীলফামারী সদর থানার কুড়িগ্রামপাড়া এলাকার শাহিন মিয়ার ছেলে।
পুলিশ ও ভূক্তভোগীর পরিবার জানায়, স্থানীয় খাড়াজোড়া এলাকার জাহানারা স্পিনিং মিলে চাকুরী করে ওই নারী ও আইয়ুব আলী। শুক্ররবা রাতে সিফটে ডিউটি করার সময়ে প্রকৃতি ডাকে কারখানার ভিতরে টয়লেটে যান ওই নারী। এসময় আইয়ুব আলী পিছু নিয়ে টয়লেটের ভিতরে জোরপুর্বক ওই নারীকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চলে যায় আইয়ুব আলী।
শনিবার সকালে বাসায় গিয়ে নারী তার পরিবারের লোকজনকে জানালে তার মা বাদি হয়েছে কালিয়াখৈর থানায় নারী ও শিশু নির্াতন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আইয়ুব আলীকে গ্রেফতার করে পুলিশ। রবিবার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতারের পর গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।