সাতক্ষীরার পাটকেলঘাটায় মাটির দেওয়াল চাপা পড়ে ফারুক হোসেস (৩৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।ঘটনাটি আজ শনিবার ভোরে সাতক্ষীরার পাটকেলঘাটার তৈলকুপী গ্রামে নিহত ফারুকের নিজ বসতভিটায় ঘটেছে।
এলাকাবাসী জানায়,ভোরে নামাজ শেষে মাটির ঘরে ভেঙ্গে ফেলার জন্য দেওয়ালের গোড়া খোচাখুচি করার সময় দেওয়ালের নিচে চাপা পড়ে। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ফারুখ হোসেন ঐ গ্রামের মৃত জহরুল খাঁর পুত্র।মৃত্যু কালে ১৪ ও ৭ বছরের ২ টি কন্যা সন্তান সহ স্ত্রী কে রেখে গেছেন। আজ আছর নামাজ বাদে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।