সাতক্ষীরার সীমান্তবর্তী ইছামতী নদী থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা সদরের হাড়দ্দহ সীমান্তবতী ১নং মেইন পিলারের দক্ষিণে ইছামতী নদীর ভাঙ্গা নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ভোমরা ইউপি’র ২নং ওয়ার্ডের সদস্য আব্দুল গণি জানান, রবিবার সকালে নদীতে মাছ ধরতে যেয়ে কয়েকজন জেলে এক যুবকের লাশ ভাসতে দেখে তাকে খবর দেয়। বিষয়টি সদর থানাকে জানানো হলে পুলিশ সকাল ১১টার দিকে ওই লাশ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, মৃতের গলায় একটি রুমাল পেঁচানো ছিল। তার ডান হাতে একটি বালা ও বাম হাতে একটি ঘড়ি রয়েছে। গায়ে সাদা রঙ এর গেঞ্জি ও জিনসের প্যানৃট পরা ছিলো। আনুমানিক ৩৫ বছর বয়সের ওই যুবককে কয়েকদিন আগেই শ্বাসরোধ করে হত্যার পরে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই যুবক ভারতীয় নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।