গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুর বাড়িতে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা ও স্বাগত জানাবেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল শুক্রবার (২৬- মার্চ) বাংলাদেশে আগমণ করবেন এবং শনিবার (২৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে’র সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বাড়ি পরিদর্শন করার কথা রয়েছে তার।
এদিকে ওরাকান্দির ঠাকুর বাড়িতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে ইতোমধ্যেই সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল দপ্তর।
শনিবার গোপালগঞ্জে শ্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা ও স্বাগত জানাবেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি।
গত ২৩ মার্চ গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র ব্যক্তিগত সহকারী হাজী মির্জা মাহমুদ হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।
শনিবার (২৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির পরিদর্শন করবেন, সেখানে পূজা পাঠ করে তিনি ঠাকুর পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করবেন, পরে নরেন্দ্র মোদি শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের আয়োজনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানাগেছে।