গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকাল দশটার দিকে মিলগেট কো-অপারেটিভ মার্কেটের একটি তুলার গুদাম থেকে আগুনের সুত্রপাত হয়। পরে মুহূর্তে আশেপাশের আরও ৩০টি গুদামে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভটনোর কাজে যোগ দেয়। পরে উত্তরা থেকে্ আরও দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। প্রায় দেড় ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ তুলা পুড়ে গেলেও, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ।