বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বর্গীয় নারায়ন চন্দ্র দাম -এর অকাল প্রয়াণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
বুধবার বিকালে গণমাধ্যমে দেওয়া এক শোক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখা’র সভাপতি, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. অসিত কুমার মল্লিক।
এছাড়া গোপালগঞ্জ কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরের সভাপতি ডা. অরুণ কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক বিভূতি রায় সহ সকল শুভাকাঙ্ক্ষী স্বর্গীয় নারায়ণচন্দ্র দামের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার তিনি ঢাকা থেকে কোটালীপাড়ায় নিজ বাড়িতে ফেরার পথে মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাটে পায়ে হেঁটে ফেরিতে ওঠার সময় পিছন থেকে একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।