
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন বলেছেন, জুলাই আন্দোলনে ৩ আগস্ট আমি নেতৃত্ব দিয়েছি। ৫ আগস্ট আমি বিজায় মিছিল করেছিলাম। ৫ই আগস্টের পরে আমার গায়ে সামান্যতম কোন কেলেম নেই, কোন কালির দাগ নেই। ৫ আগস্ট এর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম করে যদি কোন চাঁদাবাজ আমার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাইয়ের কাছ থেকে একটি টাকা চাঁদা নিয়ে থাকে তাদের ফেরত দিতে হবে, আমি ফেরত নিয়েই ছাড়বো ইনশাল্লাহ।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর ‘২৫) রাত সাড়ে ৮ টায় সাতক্ষীরার কালিগঞ্জের উভাকুড় হরিমন্দির প্রাঙ্গণে কমিটির সভাপতি উধ্বব মন্ডলের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন এসব কথা বলেন।
এ সময় সাবেক এমপি তার বিগত উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আসন্ন নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে স্থানীয় নেতাকর্মী ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম শান্ত, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু অশোক কুমার রায়, সাবেক শিক্ষক বাবু তারকনাথ, মৌতলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বাবু দুলাল চন্দ্র ঘোষ প্রমুখ।
উঠান বৈঠকে উপস্থিত সকলে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে অঙ্গীকারবদ্ধ হন।